আপডেট: ১৬ অগাস্ট ২০২১, ১৬:০২
কি ধরনের ফোন কিনবেন তা নির্ভর করতেছে আপনার বাজেট,ব্যবহারের ধরন এর উপর।
আপনার বাজেট যদি মিড রেঞ্জের দিকে হয় মানে 10 থেকে 25 হাজারের মধ্যে, তবে শাওমি,ওপো,হুয়াওয়ে ফোনফোন গুলো কেনা বেটার হবে । এই ফোন গুলো বাজেট প্রাইসের মধ্যে অনেকটা ফ্লাগশিপ এর ক্ষমতা সম্পন্ন ফোন বাজারে ছাড়ে। এছাড়া এদের ইউজার সাপোর্ট অনেক বেশি। তবে যদি আপনার বাজেট বেশি হয় তবে স্যামসাং, গুগোল, সনি বা আই ফোনের দিকে যেতে পারেন।
আর যদি আপনার বাজেট ১০ হাজার টাকার নিচে হয় তাহলে আপনি কিনতে পারেন টেকনো ,আইটেল বা ইনপিনিক্স । এই মোবাইল গুলো বর্তমান বাজারে অনেক সাড়া পেলেছে ।
মোবাইল কিনার আগে এর বৈধতা যাচাই করা উচিত । IMEI দিয়ে বর্তমানে খুব সহজেই মোবাইলের বৈধতা যাচাই করা যায় ।